শিরোনাম
সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ
তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সৌদি বাদশাহর ফোনালাপ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ১৪:১২
তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সৌদি বাদশাহর ফোনালাপ
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় উদ্ভূত উত্তেজনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। স্থানীয় সময় শনিবার রাতে মুসলিম বিশ্বের এই দুই নেতা কথা বলেন।


তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, ফোনালাপে সাংবাদিক খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনায় যৌথভাবে দুই দেশের তদন্তের ওপর জোর দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। তবে এর থেকে আর বেশি কিছু জানা যায়নি।


এর আগে সৌদি কনস্যুলেটে তল্লাশির অনুমতি না দিলে সৌদি কনস্যুলেটের প্রধানসহ কূটনীতিকদের তুরস্ক থেকে বহিষ্কার করার হুমকি দেয় আঙ্কারা।


তুরস্কের সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক জানায়, তুর্কি কর্মকর্তারা সৌদিকে বলেছে, রবিবারের মধ্যে সৌদি কনস্যুলেট ভবন ও কনসাল জেনারেলের বাসায় তুর্কি তদন্তকারীদের প্রবেশের অনুমতি দিতে হবে। অন্যথায় কনসাল জেনারেলসহ কূটনীতিকদের তুরস্ক থেকে বের করে দেওয়া হবে।


তুর্কি তদন্তকারীরা নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগিকে খোঁজে বের করতে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।


প্রসঙ্গত, গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন রাজপরিবারের সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি। কনস্যুলেটে প্রবেশের পর খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।


তুরস্ক দাবি, করছে খাশোগিকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করা হয়েছে। আর এর সব প্রমাণ তুরস্কের হাতে আছে।


বিবার্তা/হাসান/কামরুল


আরও পড়ুন- নিষেধাজ্ঞা দিলে পাল্টা পদক্ষেপের হুমকি সৌদির




সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com