শিরোনাম
যুক্তরাষ্ট্রে সবচেয়ে শ্রদ্ধাভাজন নারী মিশেল
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:১৬
যুক্তরাষ্ট্রে সবচেয়ে শ্রদ্ধাভাজন নারী মিশেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা দেশটির সবচেয়ে শ্রদ্ধাভাজন নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। গ্যালপ পোলের এক মতামত জরিপে এই ফলাফল পাওয়া গেছে।


তার এই নির্বাচনের মধ্যে দিয়ে তালিকার শীর্ষে থাকা হিলারি ক্লিনটনের শ্রেষ্ঠত্বের অবসান ঘটলো। হিলারি, যিনি সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি, ১৭ বছর ধরে সবচেয়ে শ্রদ্ধাভাজন নারীর আসনটিতে বিরাজমান ছিলেন।


কিন্তু এবার তার অবস্থান তালিকার তৃতীয়তে। দ্বিতীয় স্থানটি দখল করেছেন জনপ্রিয় টক-শো হোস্ট ওপরাহ্ ইউনফ্রে।


এই মতামত জরিপের পুরুষদের মধ্যে সবচেয়ে শ্রদ্ধাভাজন হিসেবে উত্তরদাতারা বেছে নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। তিনি গত ১১ বছর ধরেই এই সম্মানটি পেয়ে আসছেন।


অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন।


গ্যালপ পোল ১৯৪৬ সাল থেকে প্রতিবছর এই মতামত জরিপটি পরিচালনা করে আসছে। তবে শুধুমাত্র ১৯৭৬ সালে কোনো জরিপ হয়নি।


এই জরিপে ১০২৫ প্রাপ্তবয়স্ক উত্তরদাতাকে বিশ্বের যে কোনো জায়গা থেকে তাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন মানুষটিকে বেছে নিতে বলা হয়েছিল। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com