ইরানে ইসরায়েলি হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে: চীনের পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১৫:৩৩
ইরানে ইসরায়েলি হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে: চীনের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইরানের ওপর ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি।
একইসঙ্গে ইরানের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।


রবিবার (১৫ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।


ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সায়ারের সঙ্গে ফোনালাপে ওয়াং বলেন, ইরানের ওপর সামরিক হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এটি চীন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।


তিনি আরও বলেন, যখন আন্তর্জাতিক সম্প্রদায় এখনও কূটনৈতিকভাবে ইরানের পারমাণবিক ইস্যুর সমাধানের চেষ্টা করছে, তখন এই ধরনের শক্তি-প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।


চীনা পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক পথ এখনও শেষ হয়ে যায়নি এবং সংঘাত বা শক্তি দিয়ে কখনোই টেকসই শান্তি আনা সম্ভব নয়।


অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলাপচারিতায় ওয়াং বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি ইরানি কর্মকর্তাদের ওপর “বর্বর হামলার” বিরুদ্ধেও কড়া প্রতিবাদ জানান।


ওয়াং ই আরও বলেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি হামলাকে “একটি বিপজ্জনক নজির” হিসেবে আখ্যা দেন, যা ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com