ইয়েমেনে মার্কিন বিমান হামলা, নিহত ৪
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১০:০১
ইয়েমেনে মার্কিন বিমান হামলা, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় দেশটির রাজধানী সানায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছেন।


ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।


প্রতিবেদনে বলা হয়, রবিবার সানার একটি বাড়িতে আঘাত হানা এই হামলায় চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জনের বেশি, যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশু।


পাশাপাশি, সানার পশ্চিমে বনি মাতার জেলার আল-জাবাল আল-আসওয়াদ এলাকাতেও তিনটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।


এর আগে, হুতিরা জানিয়েছে মার্কিন বিমান হামলায় তাদের ঘাঁটি সাদায় কমপক্ষে দুজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।


এদিকে ইয়েমেনে বিমান হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে তিনি দাবি করেছেন, বিদ্রোহী গোষ্ঠী হুতির যোদ্ধাদের একটি সমাবেশের ওপর বিমান হামলা চালানো হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে হুতি বলেছে, নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে।


গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতিরা। এরই প্রতিশোধে গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, হুতিদের স্থাপনা লক্ষ্য করে এখন পর্যন্ত ২০০টিরও বেশি হামলা চালানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com