
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মৃতদেহ উদ্ধারের ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
জানা যায়, আজ দুপুরের দিকে নিহত তাহমিনা বেগমের ছোট ছেলে সাইফুল ইসলাম আলামিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে আসামিদের অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়। বাদী আলামিন বর্তমানে কুমিল্লা ইপিজেডে কর্মরত।
এ নিয়ে ওসি মহিনুল ইসলাম জানান, আজ দুপুরে মামলাটি করা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল থেকেই তদন্ত শুরু করতে পারব। তদন্তের স্বার্থে এখন আর কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, মা-মেয়ে 'হত্যাকাণ্ডের' ঘটনায় ইতোমধ্যে মুঠোফোনে সর্বশেষ যোগাযোগের সূত্র ধরে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলা থেকে আব্দুর রব (৭৩) নামক এক কবিরাজকে আটক করেছে র্যাব।
বিবার্তা/প্রসেনজিত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]