ফোর্বসের প্রতিবেদন
এক বছরে বিশ্বে ধনকুবের বেড়েছে ২৪৭ জন, তৃতীয় ভারত
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১০:৫০
এক বছরে বিশ্বে ধনকুবের বেড়েছে ২৪৭ জন, তৃতীয় ভারত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বে বেড়েছে ধনকুবেরের সংখ্যা। ২০২৫ সালে বিশ্বে ধনকুবেরের সংখ্যা বেড়ে তিন হাজার ২৮ জনে দাঁড়িয়েছে। যা আগের বছরের তুলনায় ২৪৭ জন বেশি।


১৯৮৭ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে বিলিয়নিয়ার বা ধনকুবেরদের তালিকা প্রকাশ করছে ফোর্বস ম্যাগাজিন। প্রথম বছরই তারা ১৪০ জন বিলিয়নিয়ার খুঁজে পেয়েছিল। এরপর বিলিয়নিয়ারের সংখ্যা এক হাজার ছড়াতে লেগে যায় দুই দশক।


২০১৭ সালে এই বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়ায় দুই হাজার। এখন আট বছর পর অর্থাৎ ২০২৫ সালে বিশ্বে ধনকুবেরের সংখ্যা বেড়ে তিন হাজার ২৮ জনে দাঁড়িয়েছে। যা আগের বছরের তুলনায় ২৪৭ জন বেশি।


তবে শুধু এই সময়ে শুধু বিলিয়নিয়ারের সংখ্যাই বাড়েনি, তাদের সম্পত্তিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। তাদের মোট সম্পত্তির পরিমাণ ১৬ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। যা ২০২৪ সালের তুলনায় প্রায় দুই ট্রিলিয়ন ডলার বেশি।


প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি ধনকুবের যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৯০২ জন বিলিয়নিয়ার রয়েছেন। এর পরেই চীনের অবস্থান। দেশটিতে ৫১৬ জন বিলিয়নিয়ার রয়েছে। এক্ষেত্রে ২০৫ জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।


এই তালিকা তৈরি করার ক্ষেত্রে চলতি বছরের ৭ মার্চ থেকে স্টকের দাম ও বিনিময় হার ব্যবহার করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com