যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল-লেবানন পাল্টাপাল্টি হামলা, নিহত ১১
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪
যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল-লেবানন পাল্টাপাল্টি হামলা, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংঘাত থামতে না থামতেই আবারও বাজছে যুদ্ধের দামামা। যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ইসরাইল ও হিজবুল্লাহ।


সোমবার (২ ডিসেম্বর) যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল বিমান হামলা চালায়। এতে অন্তত দুজন নিহত হন। প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।


পরে ইসরাইলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে সতর্কীকরণ গুলি ছোড়ে হিজবুল্লাহ। এরপর লেবাননের একাধিক জায়গায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এ সময় আরও ৯ লেবানিজ নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন।


গেল বুধবার যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে বেশ কয়েকবার হামলা চালায় ইসরাইল। এতে হতাহত হন অনেকেই। এই হামলা চুক্তির লঙ্ঘন দাবি করে সোমবার সতর্কীকরণ গুলি চালায় হিজবুল্লাহ। আর এই ঘটনাই আগুনে ঘি ঢালার কাজ করেছে। হিজবুল্লাহর গুলির পাল্টা জবাব দিতে লেবাননে লাগাতার হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী।


আলজাজিরা বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলের বুরগাজ এলাকায় ও ইয়ারুন শহরের উপকন্ঠে যুদ্ধবিমান থেকে লাগাতার বোমাবর্ষণ করেছে ইসরাইল। পূর্বাঞ্চলের বেকা উপত্যকাতেও চালানো হয় বিমান হামলা। এতে বেশ কয়েকজন নিহত হন। ইসরাইলের সেনাবাহিনী বলছে, কঠোর জবাব দিতে তারা হিজবুল্লাহর বিভিন্ন অবোকাঠামোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লাহর বিরুদ্ধে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, হিজবুল্লাহর এই সতর্কীকরণ গুলির পাল্টা জবাব কঠোরভাবে দেয়া হবে। তবে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র।


দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি সেনাবাহিনী ও লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের অবসান ঘটেছে। গত ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, ইসরাইল লেবাননে বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না। অন্যদিকে লেবাননও হিজবুল্লাহসহ যেকোনো সশস্ত্রগোষ্ঠীকে ইসরাইলে হামলা চালাতে বাধা দেবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com