যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৯:০৬
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশটির পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর প্রভাবে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।


স্থানীয় সময় ৩০ অক্টোবর, বুধবার এই ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ০।


যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ওরেগন অঙ্গরাজ্যে থেকে ২৭৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইনে ভূমিকম্পটি হয়। ভূমিকম্পটির তীব্র ঝাঁকুনি অনুভব করেন ব্যান্ডন শহরের বাসিন্দারা।


ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে একটি পোস্ট করেছে। তারা বলেছে ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি অবশ্যই ভয়ের বিষয়। কিন্তু বুধবারের ভূমিকম্পটি হয়েছে ব্লাঙ্কো ফ্রাকচার জোনে। যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।


ক্যাসকাডিয়া সাবডাকশন জোন ৯৬৫ কিলোমিটার বিস্তৃত একটি ফল্ট। যা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত অবস্থিত। গত ৩০০ বছর ধরে সেখানে অব্যাহতভাবে টেকটোনিক চাপ তৈরি হচ্ছে। ভূমিকম্পবিদদের শঙ্কা, এটি যে কোনো সময় ফেটে যেতে পারে। যার প্রভাবে বিশাল ভূমিকম্প এবং সুনামি হবে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com