শ্রীলঙ্কায় ৬ বাংলাদেশি গ্রেফতার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২০:৩৪
শ্রীলঙ্কায় ৬ বাংলাদেশি গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভিসার শর্ত লঙ্ঘন করায় ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে শ্রীলঙ্কান পুলিশ। ২৯ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশ থেকে তাদেরকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে।


৩০ অক্টোবর, বুধবার দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেছেন, তারা বাংলাদেশি ছয় নাগরিককে গ্রেফতার করেছেন। এই বাংলাদেশিদের বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে।


শ্রীলঙ্কার পুলিশ বলেছে, বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী সিডুয়া এলাকার একটি বাসভবন থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে।


এই বাংলাদেশিদের বিরুদ্ধে বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে লঙ্কান পুলিশ।


এর আগে, গত মঙ্গলবার শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র ভিজথা হেরাথ বলেন, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অতিরিক্ত সময় ধরে শ্রীলঙ্কায় অবস্থান করছেন অথবা ভিসা বিধি লঙ্ঘন হয় এমন কার্যকলাপে যে বিদেশিরা জড়িয়ে পড়ছেন, সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে। ধারণা করা হচ্ছে, তার অংশ হিসেবেই এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com