গাজায় বিমান হামলা, শিশুসহ নিহত ৯৩
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৮:৫৪
গাজায় বিমান হামলা, শিশুসহ নিহত ৯৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ ৯৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এছাড়াও ৪০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।


২৯ অক্টোবর,মঙ্গলবার এ হামলা চালানো হয়। খবর আল জাজিরার।


গাজা সরকারের মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল থাওয়াবতা বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেছেন, হামলার শিকার পাঁচতলা ভবনটিতে গাজার বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন। হামলার পর আহত ব্যক্তিদের অনেককে হাসপাতালটিতে নেওয়া হয়েছে। হাসপাতালে যোগ দিয়ে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য সার্জনদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


তিনি গণমাধ্যমকে বলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদির অভাবে আহত ব্যক্তিদের অনেকে মারা যেতে পারেন।


তিনি আরও বলেন, বিশ্বের উচিত বসে বসে গাজা উপত্যকার গণহত্যার দৃশ্য না দেখে পদক্ষেপ নেওয়া।


হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সাফিয়া।


উল্লেখ্য, গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের চিকিৎসা দেওয়ার জন্য প্রধানকেন্দ্র কামাল আদওয়ান হাসপাতাল। কয়েক দিন আগে সেখানকার বেশ কয়েকজন চিকিৎসককে আটক করে ইসরায়েলি বাহিনী। শুধু তিনজন চিকিৎসককে সেবা দেওয়ার জন্য সেখানে রাখা হয়।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com