আগস্ট মাস, পুরো ইউরোপ জুড়ে চলছে গ্রীষ্মকাল। এ সময় বছরের অন্যান্য সময়ের তুলনায় সমুদ্রের আবহাওয়াও অভিবাসীদের অনুকূলে থাকে। এই সুযোগে উত্তর ফ্রান্সের বিভিন্ন উপকূলে অপেক্ষমাণ অনিয়মিত অভিবাসীরা ছোট নৌকায় ইংল্যান্ডের দিকে যাত্রার সংখ্যা বাড়িয়েছে।
১৩ আগস্ট, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কর্তৃপক্ষ বলেছে, ৬ আগস্ট থেকে ১২ আগস্টের মধ্যে এক সপ্তাহে ব্রিটিশ উপকূলে ১ হাজার ১৮৩ জন অনিয়মিত অভিবাসী ছোট নৌকায় চেপে চ্যানেল পাড়ি দিয়েছেন।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ২১টি নৌকায় অভিবাসীরা সাত দিনে ইংল্যান্ডে পৌঁছেছেন।
এদিকে জুলাইয়ে গ্রীষ্মের আবহাওয়া শুরুর পর উত্তর ফ্রান্স উপকূলে বেড়েছে কর্তৃপক্ষের ব্যস্ততা। বেড়েছে অভিবাসী উদ্ধারের ঘটনা এবং সহায়তা কার্যক্রম। চ্যানেল ও উত্তর সাগর সংশ্লিষ্ট ফরাসি প্রেফেকচুর (প্রেমার) চলতি সপ্তাহে বেশ কয়েকটি উদ্ধার অভিযানের কথা জানিয়েছে।
ফরাসি কর্তৃপক্ষের চার্টার উদ্ধার জাহাজ মিঙ্ক নিয়মিত উত্তর ফ্রান্সের কালে উপকূল, বুলন-সুর-মের, ডানকের্ক উপকূলে টহল দিয়ে অভিবাসীদের বেশ কয়েকটি দলকে উদ্ধার করেছে।
ব্রিটিশ হোম অফিস ৯ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আমরা সবাই চাই ছোট নৌকায় বিপজ্জনক চ্যানেল পারাপার বন্ধ হোক। এসব ঘটনা সীমান্তকে অনিরাপদ করে এবং মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে ক্ষমতায় আসা লেবার সরকার ঘোষণা দিয়েছে, চ্যানলে অনিয়মিত অভিবাসন কমাতে একটি নতুন সীমান্ত নিরাপত্তা কমান্ড তৈরি করে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে। সূত্র: ইনফোমাইগ্রেন্টস
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]