
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশের একটি স্কুল ফের তাণ্ডব চালিয়ে ১৫ শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। এর আগে, গত বৃহস্পতিবার দেশটির কাদুনা রাজ্যের কুরিগা স্কুলের ৩০০ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল।
স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) ভোরে এই তাণ্ডব চালানো হয় বলে জানান স্কুলটির মালিক ও স্থানীয় একজন বাসিন্দা।
স্কুলটির মালিক লিমান আবুবাকার বাকুসো বলেন, বন্দুকধারীরা জোর করে সোকোটো গ্রামের গিদান বাকুসোর স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে এবং বিক্ষিপ্তভাবে গুলি ছুড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। জীবন রক্ষার্থে দিকবেদিক ছোটাছুটি করেছিল তারা।
ফোনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তারা ১৫ শিক্ষার্থীকে অপহরণ করতে পেরেছে। তাদের বয়স ১৩ থেকে ২০ এর মধ্যে। শিক্ষার্থীদের ছাড়াও আরও এক নারীকে বন্দুকধারীরা অপহরণ করেছে বলে জানান তিনি।
বাকুসো রয়টার্সকে বলেন, আমরা আতঙ্কের মধ্যে আছি। অপহৃতদের নিরাপদ মুক্তির জন্য প্রার্থনা করছি।
এ বিষয়ে নাইজেরিয়া পুলিশের মন্তব্য চাওয়া হলেও এতে তারা সাড়া দেননি।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় অপহরণ ও মুক্তিপণ আদায় একটি নৈমিত্তিক ব্যাপার। সেখানকার সশস্ত্র গ্যাংগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালায়। এর মূলে রয়েছে অর্থ আদায়।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]