
গত অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরু হলে বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সুইডেনের মালমো শহরে ‘প্যালেস্টাইন কোলা’ নামে কোমল পানীয় উৎপাদন শুরু করেছেন দুই ফিলিস্তিনি ভাই। মূলত কোকা-কোলা ও পেপসির বিকল্প হিসেবে মানুষের সামনে এই কোমল পানীয় নিয়ে এসেছেন তারা।
মঙ্গলবার (৫ মার্চ) দেশটির মালমো শহরে পানীয়টি উন্মোচন করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানানো এমন বেশ কয়েকটি পেজ থেকে দুই ভাইয়ের প্যালেস্টাইন কোলা তৈরির ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এই কোমল পানীয় তৈরি করছেন। এসময় উপস্থিত ক্রেতা ও লোকজনকে উল্লাসে হাত তালি দিতে এবং ‘প্যালেস্টাইন কোলা’ কেনার জন্য এগিয়ে আসতে দেখা যায়।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজারের বেশি আহত হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]