পাকিস্তানের ভাগ্য কার হাতে?
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৫
পাকিস্তানের ভাগ্য কার হাতে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পুরো বিশ্বের চোখ এখন পাকিস্তানের দিকে। দেশটিতে ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রাদেশিক ও জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটের ফল প্রকাশে নজিরবিহীন দেরি হচ্ছে। যা নিয়ে ইতোমধ্যেই কারচুপির অভিযোগ উঠেছে।


পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন এটি। অনিশ্চিত আর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক ভবিষ্যৎ দেশটিকে আর্থিক সংকট ও নিরাপত্তাহীন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে।


এবারের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ফলে ধারণা করা হয়েছিল ইমরানের দল পিটিআইয়ের ভরাডুবি হবে। আর একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে নওয়াজ শরীফের মুসলিম লীগ-এন।


তবে নির্বাচন শেষে দেখা যাচ্ছে উল্টো চিত্র। স্বতন্ত্রের ব্যানারে নির্বাচন করা পিটিআই প্রার্থীরা অন্য দলগুলোর চেয়ে এগিয়ে আছে।


পাকিস্তানে ভোটার সংখ্যা ১২৮ মিলিয়ন। এ নির্বাচনে স্বতন্ত্র ও দল মিলিয়ে ১৭ হাজার ৮১৬ প্রার্থী জাতীয় পরিষদের ২৬৫টি, পাঞ্জাব পরিষদের ২৯৬টি, সিন্ধ পরিষদের ১৩০টি, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ১১৩টি ও বেলুচিস্তানের ৫১টিসহ মোট ৮৫৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


জিও নিউজের তথ্য অনুযায়ী স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।


পিটিআই জিতেছে ৫৯ টি আসনে। প্রায় কাছাকাছি অবস্থানে আছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজে (পিএমএল-এন)। দলটি পেয়েছে ৪২টি আসন।


এদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা জিতেছেন ৩২ আসনে। পাকিস্তানে সাধারণ নির্বাচনে ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত শতাধিক আসনে বেসরকারি ফলাফল জানা গেছে।


অন্যদিকে ডন পত্রিকার অনলাইন ভার্সনে একই সময় পর্যন্ত ৫০টির বেশি আসনে ফল ঘোষণার তথ্য পাওয়া গেছে। এতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১৮ আসনে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজে (পিএমএল-এন) ১৬টিতে এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ১৬টি আসনে জয়লাভ করেছে। চারটি আসনে জিতেছেন অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা।


উল্লেখ্য, কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে সংরক্ষিত সহ মোট ১৭২টি আসন পেতে হবে।


আর প্রাথমিক ফলাফল পাওয়ার পর পিটিআই জানিয়েছে, এবার তারা এককভাবে সরকার গঠন করবে। সরকার গঠনে অন্য কোনো দলের সঙ্গে তাদের জোট গঠন করতে হবে না।


তবে পিছিয়ে থাকা নওয়াজ শরীফের দল জানিয়েছে, তারা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে এবং তারাই সরকার গঠন করবে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com