
লোহিত সাগরে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোড়া ২৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন নৌবাহিনী। মঙ্গলবার (৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের দুই প্রতিরক্ষা কর্মকর্তা এ দাবি করেন।
১০ জানুয়ারি, বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরাইল-হামাস যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। সবশেষ হামলাটি লোহিত সাগরে হুতিদের সবচেয়ে বড় হামলাগুলোর একটি ছিল। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত লোহিত সাগরে ২৬বার হামলা চালিয়েছে হুতিরা।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত সোয়া ৯টায় লোহিত সাগরে ১৮টি ড্রোন, দুটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরের দক্ষিণ দিকের আন্তর্জাতিক শিপিং লেন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সেখানে বহু বাণিজ্যিক জাহাজ চলাচল করছিল।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, হুতিদের চালানো এই ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় লোহিত সাগরে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এক কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কাজে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) অংশ নেয়। আর ‘অপারেশন প্রোসপারিটি গার্ডিয়ান’-এর অংশ হিসেবে বর্তমানে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জাহাজ রয়েছে।
ইরান-সমর্থিত হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তারা লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]