ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল আত্তাল
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:২০
ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল আত্তাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দায়িত্ব নেয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদ ছাড়লেন এলিজাবেথে বোর্ন। এখন তার জায়গায় ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল।


৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আত্তাল আধুনিক ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম প্রকাশ্যে সমকামীতা সমর্থনকারী সরকার প্রধান হলেন।


এর আগে ১৯৮৪ সালে ফ্রাঙ্কোস মিতারেন্ড ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়ে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন।


ম্যাখোঁ সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের পদত্যাগপত্র গ্রহণ করেন। দুই বছরেরও কম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৬২ বছর বয়সী বোর্নের পদত্যাগের পর গ্যাব্রিয়েল আত্তালকে নিয়োগ দেয়া হলো।


এলিজাবেথ বোর্ন ছিলেন ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। চলতি বছরের মাঝামাঝি ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন। তার আগে মন্ত্রিসভায় রদবদল হতে পারে। সে কারণেই এলিজাবেথ পদত্যাগ বলে মনে করা হচ্ছে।


প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। ২০ মাস দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন এলিজাবেথ।


বিবৃতিতে প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেছেন, এলিজাবেথ তার অফিসে থাকাকালীন ‘সাহস, প্রতিশ্রুতি এবং সংকল্প’ দেখিয়েছিলেন।


আগামী জুনে ইউরোপিয়ান সংসদে নির্বাচন হবে। সেই নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল ফ্রান্সকে নেতৃত্ব দেবেন।


ফ্রান্সের রাজনীতিতে গ্যাব্রিয়েল আত্তালের উত্থানটি খুব কম সময়ের মধ্যে হয়েছে। ১০ বছর আগেও ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপরিচিত এক উপদেষ্টা ছিলেন তিনি।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্যাব্রিয়েল আত্তাল ফ্রান্সের ইতিহাসে প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে হোটেল ম্যাটিগনোনের (প্রধানমন্ত্রীর দফতর) দায়িত্ব নেবেন। ফ্রান্সের নতুন এ প্রধানমন্ত্রীর সমকামী পার্টনার হলেন অপর আইনপ্রণেতা স্টেফানে সেজোর্নে।


গ্যাব্রিয়েল আত্তাল ২০১৭ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে বিতর্কের ক্ষেত্রে বেশ পটু ছিলেন তিনি। আর এ গুণের কারণে ম্যাখোঁর নজর কাড়তে সমর্থ হন তিনি। ২৯ বছর বয়সে শিক্ষা মন্ত্রণালয়ে ছোট পদের দায়িত্ব পান তিনি। ২০২০ সাল থেকে ফরাসি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে আসছেন তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com