
পিয়ং ইয়ং এ অনুষ্ঠিত উত্তর কোরিয়ার উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নতুন বছরের বৈঠকে কিম তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন সিউল ও ওয়াশিংটনকে সমূলে ধ্বংস করার।
সোমবার (১ জানুয়ারি) কোরিয়ার বার্তাসংস্থা কেসিএনএ এ তথ্য জানায়।
কিম বলেন, যদি আমাদের শত্রুরা সামরিক তৎপরতা বা কোন ধরণের সামরিক উস্কানিমূলক আচরণ করে তাহলে আমাদের সেনাবাহিনীর উচিত হবে কোন দ্বিধা ছাড়াই সমস্ত শক্তি নিয়ে তাদের ওপর হামলা করা।
২০২৪ সালের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে পাঁচদিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে কিম জং উন উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক তৎপরতার অভিযোগ তোলেন। এসময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোনভাবেই পুনর্মিলনের সম্ভাবনা দেখেন না বলেও মন্তব্য করেন কিম। এর আগে নতুন বছরে মহাকাশে আরও তিনটি সাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছেন কিম।
এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইয়োল তার নতুন বছরের বার্তা ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার জবাবে পাল্টা হামলা, ক্ষেপণাস্ত্র ধ্বংস ও প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করবে তার দেশ।
গত কয়েক বছরে উত্তর কোরিয়ার রেকর্ড সংখ্যক অস্ত্র পরীক্ষার মুখে সিউল ও ওয়াশিংটন পারস্পারিক সামরিক ও রাজনৈতিক সহযোগীতা বাড়িয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]