মিয়ানমারের সাবেক তথ্যমন্ত্রীর কারাদণ্ড
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১৮:৫২
মিয়ানমারের সাবেক তথ্যমন্ত্রীর কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি ও রাষ্ট্রদোহের অভিযোগে মিয়ানমারের সাবেক তথ্যমন্ত্রীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।


২৯ নভেম্বর, বুধবার তাকে এই সাজা দেয়া হয়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।


ওই সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে কয়েক সপ্তাহ আগে মিয়ানমারের সাবেক মন্ত্রী ইয়ে হুতুতকে গ্রেফতার করা হয়েছিল। আর আজ তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ইয়াঙ্গুনের জেলে স্থাপিত আদালতেই তার বিচার চলে।


ওই সূত্রটি এএফপিকে প্রতিবেদনে তার নাম না প্রকাশ করার অনুরোধ করেছে। কারণ, গণমাধ্যমে কথা বলার জন্য উপযুক্ত ব্যক্তি নন।


এএফপি বলছে, ইয়ে হুতুতকে অক্টোবরে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার ঠিকানা প্রকাশ করার অভিযোগ আনা হয়েছিল সাবেক মন্ত্রীর বিরুদ্ধে।


হুতুত মিয়ানমারের থেইন সেইন সামরিক সরকারের তথ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির মুখপাত্র হিসেবে কাজ করেছিলেন। ২০১৫ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হারান থেইন সেইন। ওই সময় ক্ষমতায় আসেন অং সান সু চির দল।


২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারের সামরিক বাহিনী সবশেষ কয়েক মাসে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে। এমনকি গত মাসে জান্তা সরকারের প্রধান ঘনিষ্ঠ দুজনকে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com