ফজরের আজানের সময় মসজিদে গ্রেনেড, ইসরায়েলি সৈন্য বরখাস্ত
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১৯:০৩
ফজরের আজানের সময় মসজিদে গ্রেনেড, ইসরায়েলি সৈন্য বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যাকার যুদ্ধের আঁচ পড়েছে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরের বিভিন্ন অঞ্চলে। যুদ্ধ বাধার পর সেসব অঞ্চলে বসবাসরত সাধারণ ফিলিস্তিনিদের ওপর অত্যাচার-নির্যাতন বাড়িয়ে দিয়েছে অবৈধ বসতিস্থাপনকারী ইহুদি এবং ইসরায়েলি সেনারা।


এরমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক ইসরায়েলি সেনার ভিডিও। ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনের রামাল্লাহর বুদরুস গ্রামের একটি মসজিদের বাইরে আবছা আলোকিত ভোর। ভেতর থেকে মুয়াজ্জিনের ফজরের আজান-ধ্বনি শোনা যাচ্ছে। আজান চলার সময় চুপি চুপি একজন ইসরায়েলি সৈন্য মসজিদের মধ্যে একটি স্টান গ্রেনেড নিক্ষেপ করে।


ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) এ ঘটনা ঘটে।


আজান চলাকালীন মসজিদে গ্রেনেড ছোড়া ওই সেনাকে অবশ্য ইতিমধ্যে বরখাস্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি বিবৃতিতে জানিয়েছে, তারা রামাল্লার কাছে ফিলিস্তিনি গ্রাম বুদরিসের মসজিদে স্টান গ্রেনেড নিক্ষেপের ঘটনায় জড়িত সৈনিককে বরখাস্ত করেছে।


হারেৎজ দাবি করেছে, ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের অপমান করার জন্য ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। এমন প্রবণতা ৭ অক্টোবর হামাসের গণহত্যার পর থেকে তীব্রতর হয়েছে।


এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরের বুদরিস নামের একটি গ্রামে ফজরের আজানের সময় মসজিদে হামলা করে ইসরায়েলি সেনারা।


মসজিদে হামলার বিষয়ে বুদরিস গ্রামের প্রধান নাসির মীরার জানান, শুক্রবার ফজরের আজান যখন চলছিল তখনই দখলদার সৈন্যরা গ্রামের মসজিদে এ হামলা চালায়।


মুসল্লিরা নামাজে আসার কিছুক্ষণ আগে এ হামলা চালানো হয়। তিনি আরও বলেন, এমন হামলা চরম পৈশাচিকতার বহিঃপ্রকাশ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com