পাকিস্তানের বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৯
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৬:২২
পাকিস্তানের বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ নভেম্বর) সকালে পাঞ্জাব প্রদেশের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে এ হামলা চালানো হয়।


পাকিস্তানি সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন জানায়, হামলায় তিনটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা করা ৯ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে।


এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পক্ষ থেকে বলা হয়, ৯ সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছ। সেনাদের কার্যকর প্রতিক্রিয়ার কারণে বাকি ৩ সন্ত্রাসী পালিয়ে গেছেন। মিয়ানওয়ালি ট্রেনিং এয়ারবাসে হামলা চালাতে গিয়ে ‘সন্ত্রাসীরা’ ব্যর্থ হয়েছে। সেনাদের দ্রুত পদক্ষেপের কারণে জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।


যে কোন মূল্যে দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, এলাকাটিকে সম্পূর্ণরূপে পরিষ্কার করার জন্য একটি ব্যাপক যৌথ ক্লিয়ারেন্স এবং চিরুনি অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এর আগে শুক্রবার (৩ নভেম্বর) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান শহরে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়েছে।


দেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ আদনান জানান, পুলিশের একটি টহলদার বাহিনীর ওপর লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। তবে এটি আত্মঘাতী বোমা হামলা ছিল নাকি আগে থেকেই সেখানে বোমটি পুঁতে রাখা হয়েছিল এ বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য জানাননি তিনি।


পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান বিমান বাহিনীর ঘাঁটিতে এ হামলা চালানো হলো।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com