আমাজন জঙ্গলে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সব যাত্রী নিহত
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ২০:১১
আমাজন জঙ্গলে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সব যাত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রাজিলের আমাজনের জঙ্গলে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় এতে থাকা সব যাত্রী নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে একজন সদ্যোজাত শিশুসহ মোট ১২ জন যাত্রী ছিলেন।


এনডিটিভি জানিয়েছে, রবিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় পশ্চিম ব্রাজিলের সঙ্গে পেরু ও বলিভিয়া সীমান্তের কাছে থাকা আমাজন জঙ্গলের প্রত্যন্ত অঞ্চলে ভেঙে পড়ে উড়োজাহাজটি। এটি ব্রাজিলের একর প্রদেশের রিও ব্রাঙ্কো বিমানবন্দর থেকে আমাজন প্রদেশের এনভিরা শহরে যাচ্ছিল।


মাঝ আকাশে উড়োজাহাজে বিভ্রাট দেখা দিলে এটি আমাজনের গভীর জঙ্গলে ভেঙে পড়ে এবং সাথে সাথেই এতে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে জঙ্গলেও। এটি স্থানীয় একটি সংস্থার উড়োজাহাজ ছিল। ‘এআরটি ট্যাক্সি অ্যায়রে’ নামক সেই সংস্থা বা স্থানীয় প্রশাসন অবশ্য এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট ভাবে কিছু বলতে পারেনি।


উড়োজাহাজে থাকা সব যাত্রীই ছিলেন ব্রাজিলের এনভিরা প্রদেশের বাসিন্দা। সেখানে প্রদেশে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা না থাকায় তারা একর প্রদেশে এসেছিলেন। চিকিৎসা করিয়ে নিজেদের প্রদেশ এনভিরায় ফিরছিলেন তারা। উড়োজাহাজে ২ জন পাইলট, ৬ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ১ জন শিশু ছিলেন।


একর প্রদেশের গভর্নর গ্ল্যাডসন ক্যামেলির একজন মুখপাত্র জানান, রিও ব্লাঙ্কো বিমানবন্দর থেকে টেকঅফের পরপরই উড়োজাহাজটি জঙ্গলে ভেঙে পড়ে। দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রত্যন্ত এলাকায় বিমানটি ভেঙে পড়ায় তথ্যপ্রমাণ খুঁজে বের করতে সমস্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com