বিশ্ববাজারে চিনির দরপতন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১৩:৪৪
বিশ্ববাজারে চিনির দরপতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক বাজারে আবারও কমেছ চিনির দাম। শুক্রবার (২০ অক্টোবর) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ভোগ্যপণ্যটির দাম আরেক ধাপ কমেছে।


বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।


এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৬ দশমিক ৯৩ সেন্টে। গত বুধবার যা ছিল ২৭ দশমিক ৪২ সেন্ট।


একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭২৯ ডলার ৭০ সেন্টে। গত বুধবার তা ছিল ৭৪৩ ডলার ৬০ সেন্ট।


ডিলাররা উল্লেখ করেছেন, বিশ্বের শীর্ষ রপ্তানিকারক ব্রাজিল থেকে বিশ্ববাজারে চিনির চালান পৌঁছাতে বিলম্ব হতে পারে। কারণ, দেশটিতে তীব্র খরায় নদীর পানির স্তর নিচে নেমে গেছে। তাতে খাদ্যপণ্যটির দর ঊর্ধ্বমুখী হতে পারে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com