নতুন করে বিদেশি কর্মী নিবে মালয়েশিয়া
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১১
নতুন করে বিদেশি কর্মী নিবে মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন করে তিন খাতে বিদেশি কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু শ্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুর মেদান সেলেরা মাদানিতে লেস্তারি নিয়াগা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা করে।


সেলুন, সাধারণ দোকান, স্বর্ণের দোকান, টেক্সটাইলের মতো সেক্টরে মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল। দেশের অর্থনীতি ও সার্বিক বিষয় বিবেচনা করে, এই তিনটি খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আর এই ঘোষণার মধ্যে বাংলাদেশেরও কর্মী নেয়ার কথা রয়েছে।


জানায়, তবে পরবর্তীতে মালয়েশিয়ার স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে এ সব কর্মস্থলে তাদের কাজের সুযোগ করে দেওয়া হবে।


উল্লেখিত খাতগুলোতে বিদেশি কর্মী নিয়োগের বিষয় খুব দ্রুত মন্ত্রী সভায় তুলা হবে বলেও জানানো হয়।


অন্যদিকে মালয়েশিয়াতে প্রতিনিয়ত কলিং ভিসায় বাংলাদেশ থেকে মানুষ যাচ্ছে। খোঁজ নিয়ে দেখা গেছে, সে দেশে যাওয়া নতুন কর্মীরা অনেকেই তিন-চার মাস ধরে কোনো কাজ পাচ্ছে না। এমন অবস্থায় আরো নতুন কর্মী নিয়োগের বিষয়ে প্রবাসীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com