গ্যাবনের প্রেসিডেন্টের শপথ নিলেন ক্ষমতা দখলকারী সেনাপ্রধান
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৭
গ্যাবনের প্রেসিডেন্টের শপথ নিলেন ক্ষমতা দখলকারী সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফ্রিকার দেশ গ্যাবনে গত ৩০ আগস্ট একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন দেশটির সেনা কর্মকর্তারা এবং তারা অন্তর্বর্তীকালীন নেতা হিসাবে জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমার-এর নাম ঘোষণা করেছিলেন।


৪ সেপ্টেম্বর, সোমবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া সেনাপ্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। সোমবার শপথ গ্রহণের পর দেওয়া এক ভাষণে ‘অবাধ ও স্বচ্ছ’ নির্বাচনের পর বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির এই সামরিক জান্তা। তবে কবে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তা জানাননি তিনি।


অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নেওয়ায় দেশটির হাজার হাজার বেসামরিক নাগরিক রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। এছাড়া সেনাপ্রধান ব্রাইস ওলিগুই এনগুয়েমাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলও করেন তারা।


তবে দেশটির অনেক নাগরিক জেনারেল এনগুয়েমার ক্ষমতা গ্রহণকে বঙ্গোর ৫৫ বছরের বংশীয় পরম্পরার শাসনব্যবস্থার মতোই হবে বলে মন্তব্য করেছেন।


আলী বঙ্গোর বাবা ওমর গ্যাবনের ক্ষমতায় ছিলেন প্রায় ৪১ বছর। ২০০৯ সালে মারা যান তিনি। তার মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন আলী বঙ্গো।


দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা তার কর্মজীবনের বেশিরভাগ সময়ই বঙ্গোর ঘনিষ্ঠ বৃত্তে কাটিয়েছেন। এমনকি দেশটিতে অনেকেই তাকে আলী বঙ্গোর চাচাতো ভাই বলেও মনে করেন।


সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে রাজধানী লিব্রেভিলের প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে দেশটির সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রীরাও হাজির হয়েছিলেন।


পশ্চিম ও মধ্য আফ্রিকাজুড়ে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ঘটনা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত বুধবার গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গোকে হটিয়ে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েছে।


অভ্যুত্থানের পর আফ্রিকান ইউনিয়নে (এইউ) গ্যাবনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। জাতিসংঘ, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ গ্যাবনে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের নিন্দা জানিয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com