ইরানের বিমানবাহিনীতে যুক্ত হলো রুশ প্রশিক্ষণ বিমান ইয়াক-১৩০
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫১
ইরানের বিমানবাহিনীতে যুক্ত হলো রুশ প্রশিক্ষণ বিমান ইয়াক-১৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে রাশিয়ায় নির্মিত চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের বৈশিষ্ট্যের ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান।


ইরানের বার্তা সংস্থায় প্রকাশিত হ্যাঙ্গারে দাঁড়িয়ে থাকা একটি বিমানের ছবিতে দেখা যায় ইরানের বিমানবাহিনীর লোগো আঁকা রয়েছে।


ইয়াক-১৩০ বিমানটি রাশিয়া এবং ইতালির একটি বিমান নির্মাণ কোম্পানি যৌথভাবে তৈরি করেছে। ২ আসন বিশিষ্ট এই বিমান প্রশিক্ষণের কাজে যেমন ব্যবহার করা যায়, তেমনি হালকা যুদ্ধেও ব্যবহার করা চলে।


২০১০ সাল থেকে রাশিয়ার বিমানবাহিনী এই প্রশিক্ষণ বিমান ব্যবহার করে আসছে। এর পাশাপাশি বাংলাদেশ, আলজেরিয়া, বেলারুশ, মিয়ানমার এবং লাওস এই বিমান ব্যবহার করছে।


বিমানটি মোট তিন হাজার কেজি যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। ইয়াক-১৩০ বিমানটি ওয়ান মাক গতিতে চলতে পারে এবং ১২ হাজার ৫০০ মিটার বা ৪১ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com