চীন-রাশিয়ার সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে পরিচালিত নয়: পুতিন
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১৯:৫০
চীন-রাশিয়ার সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে পরিচালিত নয়: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে পরিচালিত নয় বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


১৬ মে, বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে বৈঠককালে এ কথা বলেন তিনি।


পুতিন আরও বলেন, এটি মৌলিক গুরুত্বের বিষয় যে রাশিয়া এবং চীনের মধ্যে সম্পর্ক সুবিধাবাদী এবং কারো বিরুদ্ধে পরিচালিত নয়। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের সহযোগিতা আজ আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে।


পুতিন বলেছেন, রাশিয়া এবং চীন একসাথে ন্যায়বিচারের নীতি এবং একটি গণতান্ত্রিক বিশ্বব্যবস্থাকে সমর্থন করে, যা আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে বহুমুখী বাস্তবতা এবং একটি বিশ্বব্যবস্থাকে প্রতিফলিত করে।


পুতিন আশা প্রকাশ করে বলেছেন, তার বর্তমান সফর দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক জটিলতার নিরসনে একটি অতিরিক্ত প্রেরণা যোগাবে।


শি’কে তিনি বলেছেন, আমি জোর দিয়ে বলতে চাই, চীনে এসে আমি আপনার সাথে দেখা করতে পেরে খুব খুশি।


উল্লেখ্য, পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে এসে পৌঁছেছেন।


মার্চের নির্বাচনে পুনরায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। তবে গত ছয়মাসে চীনে এটি তার দ্বিতীয় সফর।


সফরকালে পুতিন ইউক্রেনে তার যুদ্ধ প্রচেষ্টা এবং দেশের বিচ্ছিন্ন অর্থনীতির জন্যে ব্যাপক সহায়তা পাওয়ার চেষ্টা করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com