নজিরবিহীন তাপদাহে ইরানে দুই দিনের ছুটি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ২১:৫৭
নজিরবিহীন তাপদাহে ইরানে দুই দিনের ছুটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানে নজিরবিহীন তাপমাত্রার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই চলতি সপ্তাহের বুধ (২ আগস্ট) ও বৃহস্পতিবার (৩ আগস্ট) এই দুই দিন সরকারি ছুটি হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। এই সময় দেশটির বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। দেশটিতে ‘নজিরবিহীন তাপদাহ’ বয়ে চলায় জরুরি এ ছুটি ঘোষণা করা হয়েছে।


১ আগস্ট, মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে সরকারি এই ছুটির তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অতীতের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছানোয় সরকার দেশজুড়ে দুদিনের ছুটি ঘোষণা করেছে।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের দক্ষিণাঞ্চলের অনেক শহর ইতোমধ্যে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কবলে পড়েছে।


দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে চলতি সপ্তাহে তাপমাত্রা ১২৩ ডিগ্রি ফারেনহাইট (৫১ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে।


সরকারের মুখপাত্র আলী বাহাদোরি-জাহরোমি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময় ইরানের সরকারি-বেসরকারি সব হাসপাতাল উচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।


বুধবার তেহরানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


গত কয়েক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রার এমন প্রভাব পড়ছে বলে বিজ্ঞানীরা মন্তব্য করেছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com