
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে রফিকুল বারী চৌধুরী বাচ্চুকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ মে) সন্ধ্যা ছয়টায় রফিকুল বারী চৌধুরী বাচ্চুর কাছ থেকে ওই জরিমানার টাকা আদায় করা হয়।
রফিকুল বারী চৌধুরী বাচ্চু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ মুরাদের (ঘোড়া প্রতীক) সমর্থক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান।
সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামান বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেওয়ার অপরাধে এ জরিমানার টাকা আদায় করা হয়। পাশাপাশি আরেক সমর্থক সেলিম আহমেদকে ডেকে সতর্ক করা হয়।
বিবার্তা/শহীদুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]