
নিজের আবিষ্কৃত পদ্ধতি দিয়ে চিকিৎসা করে ক্যান্সার মুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান ডাক্তার রিচার্ড স্কোলার। তিনি ব্রেন ক্যানসার গ্লিওব্লাস্টোমারে আক্রান্ত ছিলেন।
প্রফেসর স্কোলারের গ্লিওব্লাস্টোমার সাবটাইপ এতটাই আক্রমণাত্মক ছিল যে বেশিরভাগ রোগী এক বছরেরও কম সময় বেঁচে থাকে।
তবে স্কোলার নিজেই জানিয়েছেন, চিকিৎসার এক বছর পরও তিনি এখনো ক্যানসার মুক্ত রয়েছেন। নতুন করে আর তার শরীরে টিউমার দেখা যায়নি।
গত বছর পোল্যান্ডে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রিচার্ড স্কোলায়ার। এরপর জানা যায় তিনি গ্রেড-৪ ক্যান্সারে আক্রান্ত। এই ক্যানসারটি গ্লিওব্লাস্টোমার নামে পরিচিত।
গতকাল সোমবার (১৩ মে) রিচার্ড স্কোলায়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান সর্বশেষ এমআরআইয়ে দেখা গেছে, ক্যানসার তার ব্রেনে ফিরে আসেনি।
তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, দীর্ঘদিন ধরে আমি বেশ ভালো অনুভব করছি। আমার ক্যানসার সেরে গেছে এর মাধ্যমে এটি বলা যাবে না। তবে জেনে ভালো লেগেছে ক্যানসারটি ফিরে আসেনি। যার অর্থ আমার স্ত্রী ক্যাটি এবং আমার সুন্দর তিন সন্তানের সঙ্গে আরও সময় কাটাতে পারব।
৫৭ বছর বয়সী এই চিকিৎসক মেলানোমা নিয়ে গবেষণা করেন। এটি এমন ক্যানসার যেটি শরীরের চামড়ার মাধ্যমে শুরু হয়। এ নিয়ে গবেষণা করে ক্যানসার চিকিৎসার একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেন তিনি। যেখানে ইমিউনথেরাপির ওপর ভিত্তি করে উদ্ধাবিত নতুন পদ্ধতি ব্যবহার করা হয়। এর মাধ্যমে শরীরের ইমিউনকে (রোগ প্রতিরোধ ব্যবস্থা) ক্যানসারের কোষকে হামলা করার জন্য শিক্ষা দেওয়া হয়। সূত্র: বিবিসি
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]