
শুক্রবার মেট্রোরেল চালানোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে এর পরিচালনকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
সম্প্রতি কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জুলাই থেকে শুক্রবারসহ প্রতিদিনই মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়ে কোনো পরিকল্পনা নেই। বর্তমানে শুক্রবার বাদে সপ্তাহের বাকি ছয়দিনই মেট্রোরেল চলছে।
১৪ মে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোরেলের নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
তিনি বলেন, শুক্রবার মেট্রোরেল চালুর খবরটি সত্য নয়। আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি। সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে জানানো বিষয়টি জানানো হবে। আমাদের বর্তমান লক্ষ্য পিক আওয়ারে হেডওয়ে (একই গন্তব্যে দুই ট্রেনের মধ্যবর্তী সময়) সময় আট মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা।
ডিএমটিসিএল এমডি বলেন, শুক্রবার মেট্রোরেল চালানোর ব্যাপারে পরামর্শক ও কারিগরি দল কাজ করছে। আগামী ১৯ মে তারা প্রতিবেদন দেবেন। প্রতিবেদন পাওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
এ বিষয়ে ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, শুক্রবার মেট্রো চলার বিষয়টি গুজব। বিষয়টি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। যদি এ রকম কোনো সিদ্ধান্ত হয় তাহলে আমাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হবে।
এদিকে মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনিও শুক্রবারে মেট্রে চলার বিষয়টি নিশ্চিত করেননি।
তিনি বলেন, আমরা মেট্রোর মাত্র একটি লাইন চালু করেছি। ধাপে ধাপে আরো পাঁচটি লাইন চালু হবে। পরে কোনো এক সময় শুক্রবার মেট্রো রেল চললেও চলতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শুক্রবারও মেট্রোরেল চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডিএমটিসিএল সূত্র উল্লেখ করে সংবাদ মাধ্যমগুলো দাবি করে, জুলাই থেকে শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
বর্তমানে মেট্রোরেল সপ্তাহের ৬ দিন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। মেট্রোরেলের বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]