বারাণসী আসনে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১৮:৩২
বারাণসী আসনে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের উত্তরপ্রদেশের বারাণসী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


১৪ মে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার ৪০ মিনিটে বারাণসীর জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। প্রধানমন্ত্রী হাত থেকে মনোনয়নপত্র জমা নেন জেলাশাসক এস রাজালিঙ্গম।


মনোনয়নপত্র জমার আগে বারাণসীতে কাল ভৈরব মন্দিরে এবং দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজা করেন। এর পর নমো ঘাটে ক্রুজে ভ্রমণ করেন মোদি।


মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সঙ্গে ছিলেন চার প্রস্তাবকের অন্যতম পণ্ডিত জ্ঞানেশ্বর শাস্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, শিবসেনার দলের একনাথ শিন্ডে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, তেলেগুদেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুসহ বিজেপি জোটের এনডিএ শরিক নেতারা।


মোদির সঙ্গে আরও ছিলেন বৈজনাথ পটেল (ওবিসি সম্প্রদায়ভুক্ত একজন আরএসএস স্বেচ্ছাসেবক), লালচাঁদ কুশওয়াহা (ওবিসি সম্প্রদায়ভুক্ত বিজেপি নেতা) এবং সঞ্জয় সোনকারের (দলিত সম্প্রদায়ভুক্ত নেতা) মতো অনেক শীর্ষ নেতারা।


এর আগে সোমবার (১২ মে) বারাণসী শহরে একটি রোড শোতে অংশ নেন মোদি। আগামী ১ জুন সপ্তম অর্থাৎ শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এই বারাণসী আসনে।


এনিয়ে তৃতীয়বারের জন্য বারাণসী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মোদি। এই আসনে তার প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রাই, এই কেন্দ্রে বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) প্রার্থী আথার জামাল লাড়ি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে লড়ছেন বিশিষ্ট কমেডিয়ান শ্যাম রঙ্গিলা।


২০১৪ সালে বারাণসী আসন থেকে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০১৯ সালেও এ আসন থেকেই জিতে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন। ২০২৪ সালেও বারাণসীই তার আসন।


মোদির মনোনয়নপত্র জমা দেয়ার পরে বিজেপি নেতৃত্বাধীন ‘জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) অন্যতম শরিকদল রাষ্ট্রীয় লোক মোর্চার সভাপতি উপেন্দ্র কুশওয়া জানিয়েছেন, চলমান নির্বাচনে এনডিএ জোট চারশ বেশি আসনে জয়ী হবে।


২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করে প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদি। ওই নির্বাচনে 'আম আদমি পার্টি' (আপ) প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছিলেন মোদি।


২০১৯ সালের নির্বাচনেও এ আসন থেকেই দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হন মোদি। তখন ৪,৭৯,৫০৫ ভোটে পরাজিত করেছিলেন সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবকে। মোদি পেয়েছিলেন ৬৩ দশমিক ৬২ শতাংশ ভোট, শালিনী যাদব পেয়েছিলেন ১৮ দশমিক ৪০ শতাংশ, তৃতীয় স্থান অধিকার করেছিলেন কংগ্রেস প্রার্থী অজয় রাই, তার প্রাপ্ত ভোট ছিল ১৪ দশমিক ৩৮ শতাংশ।


এবার লোকসভা নির্বাচন মোট ৫৪৩ আসনে ভোট হচ্ছে সাত ধাপে। প্রথম চার ধাপে ভোটের মধ্যে ৩৭৯ আসনে ভোট সম্পন্ন হয়েছে। বাকি আছে আরও তিন ধাপ। পঞ্চম দফার ভোট আগামী ২০ মে, ষষ্ঠ দফা ২৬ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট ১ জুন। আজ মঙ্গলবারই ছিল এ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।


এ নিয়ে তৃতীয়বারের জন্য বারাণসী কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন নরেন্দ্র মোদি। এর আগে ২০১৪ সালে উত্তর প্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৯ সালেও এই কেন্দ্র থেকেই জিতে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com