কারাগার থেকে মুক্তি পেয়ে গৃহবন্দি সু চি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ২০:১৬
কারাগার থেকে মুক্তি পেয়ে গৃহবন্দি সু চি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে থাকতে হবে গৃহবন্দী হিসেবে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করে সামরিক জান্তা। এরপর থেকে আটক ছিলেন মিয়ানমারের সাবেক এই সরকার প্রধান।


২৭ জুলাই, বৃহস্পতিবার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সু চিকে সোমবার নে পি তাও-তে একটি সরকারি ভবনে নিয়ে যাওয়া হয়। এর আগে তিনি এক বছর নির্জন কারাবাস কাটিয়েছেন।


৭৮ বছর বয়সী এই নেত্রী ৩৩ বছরের সাজা ভোগ করছেন। সামরিক আদালত তাকে এ দণ্ড দিয়েছে।


কারাগার থেকে তার স্থানান্তরের বিষয়টি সামরিক বাহিনী অথবা সামরিক জান্তা সরকারের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। তবে তাকে কারাগার থেকে বের করে গৃহবন্দী করার বিষয়টি একাধিক কারা কর্তৃপক্ষ থেকে নিশ্চিত হয়েছে বিবিসি। আর এমন পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই নেতাকে মুক্তি দেওয়ার জন্য শুরু থেকেই চাপের মধ্যে আছে জান্তা সরকার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com