বারে বহিষ্কার করায় যুবকের আগুনে প্রাণ গেল ১১ জনের
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৯:৪৪
বারে বহিষ্কার করায় যুবকের আগুনে প্রাণ গেল ১১ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেক্সিকোতে একটি বারে আগুন লেগে ১১ জন নিহত হয়েছে। নারীদের প্রতি খারাপ আচরণের কারণে এক ব্যক্তিকে ওই বার থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তিই পরবর্তীতে ফিরে এসে বারে আগুন ধরিয়ে দিয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (২২ জুলাই) নিশ্চিত করেছে।


যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে অবস্থিত উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


সোনোরার প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে সাত পুরুষ এবং চার নারী প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।


প্রসিকিউটরের অফিস জানিয়েছে, নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করার জন্য ওই ব্যক্তিকে বার থেকে বহিষ্কার করা হয়েছিল।


পরবর্তীতে তিনি ফিরে এসে বারে একটি জ্বলন্ত বস্তু নিক্ষেপ করেন। সম্ভবত তিনি মোলোটভ ককটেল ছুড়ে মারেন। এতে বারে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ ওই হামলাকারীর পরিচয় জানান চেষ্টা করছে বলে উল্লেখ করা হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com