আইসল্যান্ডে ২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প রেকর্ড
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১৮:৪৪
আইসল্যান্ডে ২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউরোপের দেশ আইসল্যান্ডে ২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।


৫ জুলাই, বুধবার দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইয়াহু নিউজ।


আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফাগ্রাডালসফজাল পর্বতের পাদদেশে ভূমিকম্প শুরু হয়। এই পর্বত আগ্নেয়গিরির ওপর থাকায় এখানে গত দুই বছরে ২ বার অগ্নুৎপাত হয়েছে।


আবহাওয়া সংস্থাটি জানায়, প্রায় ২২০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে রাজধানী রেইকজাভিক এলাকায়।


৪টি ভূমিকম্প ৪ মাত্রার বেশি ছিল উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে, পর্বত এলাকায় অগ্নুৎপাত হতে পারে।


আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো দিনজুড়ে অব্যাহতভাবে এই ধরনের কম্পন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আবহাওয়া সংস্থা তাদের অ্যাভিয়েশন সতর্কতা ‘সবুজ’ থেকে বাড়িয়ে ‘কমলা’ স্তরে উন্নীত করে। মূলত রঙের এই কোডটি বিমান শিল্পকে অগ্ন্যুৎপাতের ঝুঁকি সম্পর্কে অবহিত করার জন্য ব্যবহৃত হয়।


ইউরোপের বৃহত্তম এবং সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির অঞ্চল হচ্ছে আইসল্যান্ড। দুই টেকটোনিক প্লেটের মাঝামাঝি অবস্থানের কারণে আইসল্যান্ডে নিয়মিতই অল্পমাত্রার ভূমিকম্প হয়।


এর আগে ২০২১ ও ২০২২ সালে রাজধানী রিকজাভিক থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত মাউন্ট ফাগরাডালসফলের কাছে লাভা ছড়িয়ে পড়েছিল। আর সক্রিয় আগ্নেয়গিরির বিরল এই দৃশ্য নিজ চোখে দেখতে হাজার হাজার পর্যটক দেশটিতে ভ্রমণ করে থাকেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com