ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ: পুতিন
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১৯:৫৩
ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লিাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে দীর্ঘ প্রতীক্ষিত একটি পাল্টা আক্রমণ শুরু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিয়েভ তার লক্ষে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। শুক্রবার (১০ জুন) টেলিগ্রামে প্রকাশিত রুশ সাংবাদিকের নেয়া এক সাক্ষাতকারে পুতিন এ কথা বলেন।


পুতিন বলেন, আমরা নিশ্চিতভাবেই বলতে পারছি, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। কিন্তু যুদ্ধাঞ্চলের কোথাও ইউক্রেনীয় বাহিনী তাদের লক্ষে পৌঁছাতে পারেনি।


রুশ প্রেসিডেন্ট আরো বলেন, গত পাঁচদিন ধরে পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে। গতকাল ও তার আগের দিন প্রচন্ড যুদ্ধ হয়েছে।


তিনি বলেন, ইউক্রেনের বাহিনীর অনেক সৈন্য হতাহত হয়েছে। কিন্তু কিয়েভের লক্ষ্য এখনও অধরা রয়ে গেছে।


উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ইউক্রেন বলে আসছে তারা তাদের মাটি থেকে রুশ সৈন্যদের হটাতে পাল্টা আক্রমণ শুরুর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com