ইউক্রেনের বাঁধ ধ্বংসে ভেসে যাওয়া মাইন নিয়ে উদ্বেগ
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ২২:১৬
ইউক্রেনের বাঁধ ধ্বংসে ভেসে যাওয়া মাইন নিয়ে উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেইনের দক্ষিণাঞ্চলে কাখোভকায় বিস্ফোরণের ফলে বাঁধের একাংশ ভেঙে যাওয়ার পর ভেসে যাওয়া স্থলমাইনগুলো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে সেখান দিয়ে নিপ্রো নদীর জল বাইরে এসে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দিয়েছে।


৮ জুন, বৃহস্পতিবার নিপ্রোর পানি আরো তিন ফিট বাড়বে এবং আরো এলাকা ভাসাবে বলে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।


এমন পরিস্থিতি নিয়ে রেডক্রস সতর্ক করে বলেছে, মাইনগুলোর অবস্থান শনাক্ত করার ক্ষেত্রে বিপর্যয়কর প্রভাব পড়তে পারে।


রেডক্রসের আশঙ্কা, এই এলাকায় প্রচুর মাইন পুঁতে রাখা হয়েছিল। সেগুলো বন্যার জলে ভেসে গেছে। এর ফল ভয়ংকর হতে পারে।


রেডক্রসের কর্মকর্তা এরিক টোলেফসেন বলেছেন, এই মাইনগুলো শুধু খেরসনের বাসিন্দাদের কাছে বিপদের কারণ তাই নয়, বাইরে থেকে যারা সাহায্য করার জন্য আসছেন, তাদের জন্যও বিপদের কারণ।


এরিক বলেছেন, আগে আমরা জানতাম মাইনগুলো কোথায় আছে। এখন শুধু জানি, নদীর জলে তা নিচের দিকে চলে গেছে।


ইউক্রেনের সেনার সাদার্ন কম্যান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছেন, রাশিয়া অধিকৃত এলাকা থেকে মাইনগুলো ভেসে গেছে এবং এখন সেগুলো ভাসমান মাইনে পরিণত হয়েছে। এই মাইনগুলো ঘোর বিপদের কারণ।


প্রসঙ্গত, রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলের দানিপ্রো নদীর ওপর নির্মীত এই বাঁধ ধ্বংসের জন্য একে অপরকে দোষারোপ করে আসছে মস্কো ও কিয়েভ। মস্কোর দাবি, বাঁধের জলাধার থেকে ক্রিমিয়ায় পানি সরবরাহ বন্ধ করতে এই হামলা চালিয়েছে কিয়েভ। অন্যদিকে কিয়েভের দাবি পাল্টা হামলার গতি থামাতে এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com