রুয়ান্ডাতে আকস্মিক বন্যায় ৯৫ জন নিহত
প্রকাশ : ০৩ মে ২০২৩, ১৬:০৭
রুয়ান্ডাতে আকস্মিক বন্যায় ৯৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।


বুধবার (৩ মে) সরকারি মুখপাত্র ইয়োল্যান্ডে মাকোলো প্রাথমিকভাবে আল জাজিরাকে জানিয়েছেন, পশ্চিম প্রদেশে গত রাতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ৫৫ জনের বেশি মানুষ মারা গেছেন। তবে রুয়ান্ডার পশ্চিম প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো পরে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫।


হাবিতেগেকো বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয় এবং সেবায়া নদীর তীর ফেটে যায়। সারা রাত প্রবল বৃষ্টি হয়েছে, যার ফলে এনগোরোরেরো, রুবাভু, নিয়াবিহু, রুতসিরো এবং করোঙ্গি অঞ্চলগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।


তিনি আরও জানান,তার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রুতসিরো জেলা। সেখানে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিয়াবিহু জেলায় ১৯ জন এবং রুবাভু জেলায় ১৮ জন এবং গোরোরেরো জেলায় ১৮ জন প্রাণ হারিয়েছে।


রুয়ান্ডার রাষ্ট্রীয় ব্রডকাস্টিং এজেন্সির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় যে, রাস্তার পাশে দিয়ে প্রবলবেগে কাদাপানি বয়ে যাচ্ছে এবং বাড়িগুলি ধ্বংস হয়ে গেছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com