আল-আকসা মুসলিমদের বিশেষায়িত স্থান: ওআইসি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ১৩:৫৬
আল-আকসা মুসলিমদের বিশেষায়িত স্থান: ওআইসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জেরুজালেমের আল-আকসা মসজিদে রাতের অন্ধকারে ইসরায়েলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, এই মসজিদ মুসলিমদের ইবাদতের একটি বিশেষায়িত স্থান।


ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা শনিবার (৮ এপ্রিল) সংস্থাটির কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে এসব কথা বলেন।


আল-আকসা মসজিদে অব্যাহতভাবে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার বিষয়ে করণীয় ঠিক করতে এ বৈঠকের আয়োজন করা হয়।


তাহা বলেন, জেরুজালেম আল-কুদস হচ্ছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ। এটি ফিলিস্তিনের রাজধানী। এই শহরে অবস্থিত আল-আকসা মসজিদও। পুরোটা ফিলিস্তিনের অংশ ও মুসলমানদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।


তিনি আল আকসায় রমজান মাসের ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানান। বলেন, এই হামলা ছিল ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা ও ইবাদতের স্বাধীনতার পাশাপাশি জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সুস্পষ্ট স্পষ্ট লঙ্ঘন।


গত সপ্তাহে ইসরাইলি সেনারা পশ্চিম তীরের আল-আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়াও হয়। তারা মুসল্লিদের বেধড়ক মারপিট করে ও বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। সূত্র- পার্স টুডে


বিবার্তা/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com