ভূমিকম্পে মারা গেছেন তুর্কি গোলরক্ষক তুর্কাসলান
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৭
ভূমিকম্পে মারা গেছেন তুর্কি গোলরক্ষক তুর্কাসলান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মারা গেছেন ইয়েনি মালত্যাসপোর ক্লাবের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান।


৮ ফেব্রুয়ারি, বুধবার ফরাসি বার্তা সংস্থা বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্পের প্রথমদিন আহমেত ইয়ুপ মারা যান বলে জানায় তার ক্লাব ইয়েনি মালত্যাসপোর।


ক্লাবটি এক টুইট বার্তায় বলেছে, আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আমরা তাকে ভুলব না। তিনি একজন ভালো মানুষ ছিলেন।


প্রসঙ্গত, ২৮ বছর বয়সী আহমেত ইয়ুপ তুর্কাসলান ২০২১ সালে যোগদানের পর তুর্কি দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরের হয়ে ছয়বার খেলেছেন।


এদিকে, বুধবার (৮ ফেব্রুয়ারি) দুই দেশের কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ জন। শুধু তুরস্কেই নিহতের সংখ্যা ৫ হাজার ৮৯৪, অন্যদিকে সিরিয়ায় ১ হাজার ৯৩২ জন। সাথে নিহতের সংখ্যা ব্যাপকহারে বাড়তে পারে বলেও আশংকা প্রকাশ করেছে।


বিবার্তা/ইজা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com