পাকিস্তানে আবারও শক্তিশালী বিস্ফোরণ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫০
পাকিস্তানে আবারও শক্তিশালী বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের বেলুচিস্তানে আবারও পুলিশ লাইনসের কাছে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন।


রোবাবার (৫ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।


ঘটনাটি ঘটেছে বেলুচিস্তানে কোয়েটায়। উদ্ধার অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জিশান আহমেদ বলেন, আহতদের উদ্ধার করে কোয়েটার বেসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


তিনি বলেন, ঘটনাস্থলে এরই মধ্যে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে পৌঁছেছে। তাছাড়া ওই এলাকাও ঘিরে ফেলা হয়েছে।


দেশটির পুলিশ এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেয়নি। তাছাড়া কোন ধরনের বিস্ফোরণ হয়েছে তাও অস্পষ্ট।


সম্প্রতি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়ায়।


এদিন সকালেও বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে।


সোমবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনসের ভেতরে একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় আহত হয় দুই শতাধিক।


বিবার্তা/একে/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com