আজারবাইজানে ৩৯ ইরান-সমর্থক আটক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৭
আজারবাইজানে ৩৯ ইরান-সমর্থক আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজারবাইজানে নাশকতামূলক কার্যকলাপে অংশ নেওয়া এবং ইরানের পক্ষে প্রচারণার অভিযোগে ৩৯ জনকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।


২ ফেব্রয়ারি, বৃহস্পতিবার ইউএই-ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার বরাতে এমনটি জানা যায়।


আজারবাইজানের এপিএ নিউজ এজেন্সি জানিয়েছে, সামাজিক নেটওয়ার্কে ইরানের পক্ষে প্রচারণা, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার অপব্যবহার এবং আজারবাইজানে গঠিত সহনশীলতার ঐতিহ্যকে ক্ষুণ্ন করার জন্য ইরানের বিশেষ পরিষেবাগুলোর কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়।


উল্লেখ্য, সীমান্ত ইস্যু নিয়ে আজারবাইজান-ইরান দূরত্ব ও উত্তেজনা নতুন কিছু নয়। এছাড়া, সম্প্রতি তেহরানে আজারবাইজানের দূতাবাসে সন্ত্রাসী হামলায় একজনের মৃত্যু হয়। আহত হন আরও দুইজন। এ ঘটনায় ইরানকে দায়ী করে বিশেষ প্রয়োজন ছাড়া ইরান সফর থেকে বিরত থাকার আহ্বান জানায় বাকু।


এদিকে, ইরান জানিয়েছে বাকুর দূতাবাসে হামলকারীকে গ্রেফতার করা হয়েছে। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে হতাশ হয়ে সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।


বিবার্তা/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com