শিরোনাম
বহুগামিতা ডেকে আনতে পারে ক্যানসার
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৬, ১৮:৩৩
বহুগামিতা ডেকে আনতে পারে ক্যানসার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একাধিক যৌনসঙ্গী বা অবাধ যৌনতা ডেকে আনতে পারে মরণব্যাধি ক্যানসার। সম্প্রতি 'ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যানসার' পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় এমনটাই ধরা পড়েছে।


গবেষণায় জানানো হয়েছে, কোনো পুরুষের যদি সাতজনের বেশি সঙ্গিনী থাকে, তবে তার প্রস্টেট ক্যানসারের আশঙ্কা প্রায় দ্বিগুণ।


অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যানসার কাউন্সিলের ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ভিশালিনী নায়ার-স্যালিকর সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেন। ওই গবেষণাপত্রে তিনি জানিয়েছেন— কোনো পুরুষের সঙ্গিনীর সংখ্যা বেশি হলে, তার উত্তেজনার পরিমাণও অনেক বেশি হয়। ফলে প্রস্টেট ক্যানসারের আশঙ্কাও বেড়ে যায়।


যৌন ক্রিয়াকলাপ ও বিপাক, দেহের অ্যান্টিজেনের কার্যকলাপের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। পুরুষদের সেক্স হরমোন সেই আশঙ্কা আরো বাড়িয়ে দেয়। গবেষকদের মতে, মূলত যৌন ক্রিয়াকলাপের ফলে দেহে হরমোনের যে কার্যকলাপের পরিবর্তন হয়, তার ফলেই এই ধরনের ক্যানসারের আশঙ্কা বেড়ে যায়।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com