অ্যাপেন্ডিসাইটিস একটি সাধারণ রোগ। উন্নত বিশ্বে ৭ থেকে ১০ শতাংশ মানুষ এ রোগে আক্রান্ত হয়ে থাকেন। এটি হলো পরিপাকতন্ত্রের শেষের অংশ বৃহদান্ত্রের শুরুতে একটি আঙুলের মতো ছোট টিউব। কিন্তু হঠাৎ পেটে ব্যথা শুরু হলে আমরা বুঝেই উঠতে পারি না ব্যথাটা অ্যাপেন্ডিসাইটিসের কি না। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হঠাৎ করেই শুরু হয় বলে এর উপসর্গ সম্পর্কে আগে থেকে জেনে রাখা প্রয়োজন। তাই আজ রইলো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বোঝার কিছু উপসর্গ-
> নাভির চারপাশে ব্যথা শুরু হয় এবং সাথে সাথে তা অন্যত্র অর্থাৎ তলপেটে স্থানান্তরিত হয়। এটা অ্যাপেন্ডিসাইটিসেরই লক্ষণ।
> পেটের ডানপাশে অথবা পিছনে তীব্র ব্যথা দেথা দেয় এবং ওই স্থানে চাপ দিলে অসহ্য ব্যথা অনুভব করা।
> অ্যাপেন্ডিসাইটিস হলে শরীর প্রায়ই হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়।
> এই রোগটি হলে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়াও দেখা দিতে পারে।
> পেটের ব্যথায় জ্বর হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে জ্বরের তীব্রতা বৃদ্ধি পায়।
> খাওয়ায় অনীহা দেখা দেয়। হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস হলে খাবারে অনীহা চলে আসে।
> প্রায়ই বমি বমি ভাব থাকে। মাঝে মধ্যে বমিও হয়।
যথাসময়ে চিকিৎসা না করালে অ্যাপেন্ডিসাইটিসের কারণে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে। অ্যাপেন্ডিক্সের চারদিকে ‘অ্যাপেন্ডিক্স চাকা’ হতে পারে, ফেটে যেতে পারে, পুঁজ জমে যেতে পারে, রক্ত চলাচল বন্ধ হয়ে পচে যেতে পারে।
বিবার্তা/জাকিয়া/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]