
দিনাজপুরের হাকিমপুর হিলিতে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৩০ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদ্রোগ, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে (প্রতি জনকে) ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২৯ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৩০ জন রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. মাসুদ রানা, স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বুলুসহ আরও অনেকে।
পরে ৩০ জন রোগীর হাতে (প্রতি জনকে) ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন ইউএনও অমিত রায় ও অতিথিবৃন্দ।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, এসব গরীব অসহায় রোগী সমাজসেবা অধিদপ্তরে ইতিপূর্বে আবেদন করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (২৯ আগস্ট) উপজেলার ৩০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে (প্রতি জন) মোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
বিবার্তা/রব্বানী/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]