শিরোনাম
এশিয়ায় জিকা ছড়িয়ে পড়ার শঙ্কা
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ২৩:২৪
এশিয়ায় জিকা ছড়িয়ে পড়ার শঙ্কা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এশিয়ায় জিকা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে বলে সতর্ক করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু)।


সিঙ্গাপুরে শতাধিক লোকের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া থাইল্যান্ডে এ ভাইরাসজনিত মাইক্রোসেফালিতে দু’জন নিশ্চিত আক্রান্ত হয়েছে।


বিশ্বের ৭০টি দেশে মশা-বাহিত এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এসব দেশের মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমপক্ষে ১৯টি দেশ রয়েছে।


হু’র পরিচালক মার্গারেট চান বলেন, বিশেষজ্ঞরা বর্তমানে এ ভাইরাস মোকাবেলার উপায় খুঁজে বের করার চেষ্টা করছে।


ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হু’র বার্ষিক আঞ্চলিক বৈঠকে তিনি আরো বলেন, ‘কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এক্ষেত্রে বিশেষজ্ঞরা অনেক জটিল প্রশ্নের কোন উত্তর খুঁজে পাননি।’


জিকার ক্ষতিকর প্রভাব সাধারনত: ততটা না হলেও গর্ভবতী নারীদের জন্য এটি ভয়ঙ্কর হতে পারে। এতে আক্রান্ত গর্ভবতী নারীরা অপরিণত মস্তিষ্কের বাচ্চা জম্ম দিতে পারে।
বিগত কয়েক দশক ধরে এশিয়ার দেশগুলোতে ভাইরাসটির অস্তিত্ব থাকলেও সর্বশেষ ব্রাজিল থেকে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সূত্র : বাসস


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com