শিরোনাম
রাজধানীতে পুষ্টিবিজ্ঞান মেলা অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৭:৫৯
রাজধানীতে পুষ্টিবিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিশু মাতৃগর্ভে আসার প্রথম দিন থেকে পরবর্তী ১০০০ দিন মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নার্সদের মধ্যে এই জ্ঞান বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য দেশজুড়ে ‘হাজার দিনের পথচলা’ শীর্ষক ৬৬ দিনব্যাপী পুষ্টিবিজ্ঞান মেলা আয়োজন করেছে নেসলে নিউট্রিশন ইন্সটিটিউট (এন এন আই)।
এ আয়োজনের অংশ হিসেবে শনিবার রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী পুষ্টিবিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া, উপাধ্যক্ষ্য ডা. মো. দৌলতুজ্জামান এবং নারী মৈত্রীর স্বাস্থ্য পরিচালক মাসুদা বেগম।


এদিন মেলায় ১২৫ জন নার্স অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন, শিশুর জন্ম ও জন্ম পরবর্তী সময়ে নার্সরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের প্রশিক্ষিত করে তোলা শিশু ও মায়ের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। বর্তমান সরকার শিশু ও মায়ের সুস্বাস্থ্যের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
পুষ্টিবিজ্ঞান মেলা উপলক্ষে এন এন আইয়ের একটি বিশেষ বাহন (ক্যারাভান) ৬৪টি জেলা পরিভ্রমণ করবে। এ পুষ্টি বিজ্ঞান মেলায় সারাদেশ থেকে ১০ হাজার জন নার্সকে প্রশিক্ষিত করে তোলা হবে।
এ মেলায় অডিও-ভিডিও প্রদর্শনী, বায়োস্কোপ, পুষ্টিবিষয়ক কুইজসহ নানা কার্যক্রমের মাধ্যমে নার্সদের গর্ভ ও প্রসবকালীন সময়ের প্রস্তুতি, নিরাপদ প্রসব ব্যবস্থাপনা, প্রসবের সময় গোল্ডেন মিনিট ও এর ১০টি প্রধান ধাপ, মাতৃদুগ্ধের উপকারিতা, শিশুকে গরুর দুধ দেয়ার অসুবিধা, কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা রোধে ল্যাকটোব্যাসিলাস রিউটারির ভূমিকা এবং সুষম খাদ্যবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।
‘হাজার দিনের পথচলা’ ঢাকার মিরপুর, সাভার, পুরান ঢাকা ও কেরানীগঞ্জ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে অন্যান্য জেলায় অনুষ্ঠিত হবে।
বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com