আত্মসম্মানবোধ; ব্যক্তি চরিত্র থেকে বেরিয়ে আটকে যাচ্ছে বইয়ের কালিতে!
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ২১:১৯
আত্মসম্মানবোধ; ব্যক্তি চরিত্র থেকে বেরিয়ে আটকে যাচ্ছে বইয়ের কালিতে!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আত্মসম্মানবোধ ব্যক্তির এমন একটি শক্তিশালী অবস্থান যা তাঁকে নিঃসন্দেহে অন্যদের চেয়ে আলাদা করে!


ছোট্ট এ জীবনে বলিষ্ঠ আচরণের বহু শক্তিশালী ব্যক্তিকে নিজ সম্মানবোধের যাচ্ছেতাই ভূলুণ্ঠন করতে দেখেছি! পার্থিব কিছুর প্রাপ্তির জন্য আত্মমর্যাদার অকাতরে বিসর্জন তাঁদের ব্যথিত করেছে কিনা জানি না, আমাকে যারপরনাই হতাশ করেছে!


ছোট্র এ জীবনে ধনী, গরীব, ক্ষমতাবান, ক্ষমতাহীন নানারকম মানুষ দেখেছি, মন থেকে শ্রদ্ধা তাঁকেই করেছি যার মাঝে পেয়েছি আত্মসম্মানবোধ! এসব বিষয় আজকাল বই-পুস্তকে পড়তেই ভাল লাগে সম্ভবত, তাই ব্যক্তির চরিত্র থেকে বের হয়ে আবার বইয়ের কালিতেআটকেযাচ্ছে!


লেখক: ইফতেখায়রুল ইসলাম, পুলিশ কর্মকর্তা ।


(ফেসবুক ওয়াল থেকে)


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com