নন্দীগ্রামে বোর ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১৭:১৩
নন্দীগ্রামে বোর ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে চলতি বোর মৌসুমে সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু।


এসময় উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজললু করিম, অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মাদ সেলিম রেজা, উপজেলা খাদ্য পরির্দশক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলমগীর, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, বুড়ইল ইউনিয়ন পরিদের চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার ও পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মেদেহদী হাসান শাহীন উপস্থিত ছিলেন।


উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম জানান, চলতি মৌসুমে এই উপজেলায় ১ হাজার ৭৮ মেট্রিক টন চাল ও ১হাজার ২শ ৭২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন, সঠিকভাবে নিবন্ধিত কৃষকদের নিকট থেকেই এই ধান সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।


বিবার্তা/মনিরুজ্জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com