
দিনাজপুরের হাকিমপুরে আজ উপজেলা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণকে কেন্দ্র করে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে।
৮ মে, বুধবার সকালে হিলি স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দেশে প্রথম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে হাকিমপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় একদিনের জন্য হিলি স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম ফের চালু হবে বলেও জানান তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]