শিরোনাম
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আজ, সেরা ৩০’এ ঐশী
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৪:০৮
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আজ, সেরা ৩০’এ ঐশী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় এবারের আসরে বাংলাদেশ থেকে জান্নাতুল ফেরদৌসী ঐশী অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয় অতীতের সব রেকর্ড ভেঙে বাংলাদেশের কোনো প্রতিযোগী গ্র্যান্ড ফিনালে বিশ্ব সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন।


বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে টানটান উত্তেজনা। আর প্রতিযোগীরা পার করছেন রোমাঞ্চকর সময়। অপেক্ষা মাত্র আট ঘণ্টার। এরপর বিশ্ববাসী জেনে যাবেন, কে হচ্ছেন এবারের আসরের বিশ্ব সুন্দরী।


আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫ টায় চীনের সানাই শহরে বসছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন ঐশী।


প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে বিশ্বের সেরা ৩০ সুন্দরী লড়ছেন গ্র্যান্ড ফিনালেতে। এখান থেকেই নির্বাচিত হবেন এবারের বিশ্ব সুন্দরী। এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে লড়ছেন। তাই তো ঐশীর দিকে তাকিয়ে আছেন অনেকে। মেধা ও সৌন্দর্যের প্রতিযোগিতার সবচেয়ে বড় এই আসরে এরই মধ্যে অনেক ঘটনা আর অঘটনের জন্ম দিয়েছেন বাংলাদেশের এই প্রতিযোগী।



এরই মধ্যে মিস ওয়ার্ল্ড নির্বাচনে চলছে ভোটিং। এ প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য ঐশীর এখন ভোট দরকার। তাকে সেরাদের সেরা করতে ভোট করা যাবে গ্র্যান্ড ফিনালে শুরুর আগ পর্যন্ত। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে জুম টেলিভিশন।


‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরে সেরাদের তালিকায় জায়গা করে নেন পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। এইচএসসি পাস করেছেন মাথাভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে।


মেধা আর সৌন্দর্যের এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ঐশী।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com